সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সংবাদপত্র সমাজের তৃতীয় চোখ : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার ::

সাংবাদিকতা সমাজের অগ্রগতি ও স্বচ্ছতার প্রতীক উল্লেখ করে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, “সংবাদপত্র হলো মানুষের তৃতীয় চোখ। সংবাদপত্রবিহীন পৃথিবী কল্পনা করা যায় না। সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের দায়িত্বশীল ভূমিকা সমাজকে গঠনমূলক পথে পরিচালিত করে।”

শুক্রবার সিলেট নগরীর একটি অভিজাত পার্টি সেন্টারে দৈনিক জালালাবাদ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, “সংবাদপত্র সমাজ পরিষ্কারে কাজ করে। প্রতিযোগিতায় তারাই টিকে থাকে যারা সততার সঙ্গে উন্নয়নের জন্য কাজ করেন।” তিনি সাংবাদিকদের নির্যাতনের প্রসঙ্গ তুলে এর বিচার দাবি করেন এবং হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা যে পরিবর্তিত সমাজ গঠন করতে চাই, তা সততা, নিষ্ঠা, একতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সম্ভব। সত্য প্রতিষ্ঠিত হবেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম।

ডিআইজি মোঃ মুশফেকুর রহমান বলেন, “সাংবাদিকরা যদি সঠিক দায়িত্ব পালন করেন, তবে অনেক কিছুই সহজে সমাধান হয়ে যায়। আমরা বিবেক ও মেধা খাটিয়ে কাজ করলে দেশও এগিয়ে যাবে।”

এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিম বলেন, “সত্য প্রকাশে স্বার্থান্বেষী মহলের স্বার্থে আঘাত লাগে, তাই তারা সত্য দমিয়ে রাখতে চায়। কিন্তু দৈনিক জালালাবাদ সত্য প্রকাশের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে, যা প্রশংসনীয়।”

সম্মেলনের সভাপতিত্ব করেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, আর সঞ্চালনা করেন যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান।

সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেন, “২৪ বছরের পথচলায় সিলেট বিভাগে দৈনিক জালালাবাদ সর্বাধিক অবদান রেখেছে। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের দোরগোড়ায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

সম্মেলনে সেরা তিন প্রতিনিধি হিসেবে জকিগঞ্জ প্রতিনিধি এখলাছুর রহমান, বড়লেখা প্রতিনিধি আব্দুর রব এবং মালয়েশিয়া প্রতিনিধি আহমেদুল কবিরকে পুরস্কৃত করা হয়। এছাড়া কুলাউড়া প্রতিনিধি এম শাকিল রশিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ এর সিনিয়র রিপোর্টার, চিফ ফটো সাংবাদিক, স্টাফ রিপোর্টার, বিজ্ঞাপন ব্যবস্থাপক, সার্কুলেশন ম্যানেজার, গ্রাফিক ডিজাইনারসহ পত্রিকার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সম্মেলনের শেষ ধাপে দৈনিক জালালাবাদ প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরুল ইসলাম বাবুল ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: