cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৩টি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনসার সদস্যদের সহযোগিতায় দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে উত্তোলিত বালু ও মাটি বোঝাই ট্রাকগুলো আটক করা হয়।
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মতিউর রহমানকে ৫০ হাজার টাকা ও হীরা সরকারকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, অবৈধভাবে বালু ও মাটি বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রি করে আসছিল। প্রশাসনের অভিযানের ফলে এই অপতৎপরতা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে স্থানীয়রা মনে করছেন।