সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ১৯ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী আটক

স্টাফ রিপোর্টার ::

শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাকে চার সহযোগীসহ আটক করা হয়।

আটককৃত অন্যরা হলেন আনোয়ার হোসেন, মিলন, জনি মিয়া এবং অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের তথ্য অনুযায়ী, ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, সিলেট কোতোয়ালি ও ফেনী সদর থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি পলাতক ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, স্থানীয় ছাত্র-জনতা ইয়াহিয়া চৌধুরী ও তার সহযোগীদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, গত ১২ নভেম্বর র‍্যাব তাকে গ্রেপ্তার করেছিল। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ইয়াহিয়া চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ এ আসনে কোনো প্রার্থী দেয়নি। তবে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খান বিজয়ী হন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: