সর্বশেষ আপডেট : ২০ মিনিট ২০ সেকেন্ড আগে
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আল-হামরা শপিং সেন্টারের স্বর্ণ চুরির ঘটনায় তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সেন্টারের নূরানী জুয়েলার্সে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় চোরাই স্বর্ণসহ তিনজন আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গত ৮ জানুয়ারি ২০২৫ রাত ৯টা থেকে ৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নূরানী জুয়েলার্সে রহস্যজনক চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক অভিযোগ দায়ের করলে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয় এবং এসআই মনিরুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবার নির্দেশনায় কোতোয়ালী থানার চৌকস কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।

৩১ জানুয়ারি ভোর ৪টা ৩০ মিনিটে কুমিল্লার মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকা থেকে প্রথম আসামি ওছেক মিয়া ওরফে ওয়াছেক (২৫) গ্রেফতার করা হয়। তিনি স্বীকার করেন যে তিনি চুরির সঙ্গে সরাসরি জড়িত। তার বাড়ি থেকে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এরপর ১ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটে কুমিল্লার হোমনা বাজার এলাকা থেকে আরও দুইজন আসামি, সোহেল দেবনাথ (৪২) ও মোঃ আবুল হোসেন (৫৩) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য গত ৯ জানুয়ারি চুরির ঘটনা সংগঠিত হবার পর জুয়েলার্সের স্বত্বাধিকারী দেওয়ান জাবেদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, দোকানে প্রায় আড়াইশ’ ভরি স্বর্ণ ছিল। চোরেরা শাটারের তালা খুলে ভেতরে ঢুকে স্বর্ণ ও সিসিটিভির ডিভিআর নিয়ে যায়। যাওয়ার সময় তারা ফের শাটারে তালা দিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: