cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে অনলাইন তীর শিলং জুয়ার সামগ্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
শনিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে মহানগর গোয়েন্দা বিভাগের ইয়াংকি-০১ দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন নবাব রোডের মজুমদার পাড়ার ১ নম্বর গলির ফখরুল মিয়ার কলোনির একটি পরিত্যক্ত কক্ষে অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। আব্দুন নূর (৫৪), পিতা: শমসের উদ্দিন, মাতা: আমিনা বেগম; ঠিকানা: ফরফরা, থানা: জৈন্তাপুর, জেলা: সিলেট। বর্তমানে: আফসর মিয়ার কলোনি, ৪ নম্বর রোড, বাদামবাগিচা, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।
২। বিলাল আহমদ (৫১), পিতা: মোঃ নুরাজ মিয়া, মাতা: ফাতেমা বেগম; ঠিকানা: অমৃতা, থানা: বাহুবল, জেলা: হবিগঞ্জ। বর্তমানে: অগ্রণী ৮১, লন্ডনী রোড, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।
৩। মোঃ জান্নাত মিয়া (৩৫), পিতা: মৃত ইউনুস আলী, মাতা: লীল বাহার; ঠিকানা: ছাতক, থানা: ছাতক, জেলা: সুনামগঞ্জ। বর্তমানে: সাজ্জাদ মিয়ার বাড়ি, লালমাটিয়া, থানা: জালালাবাদ, জেলা: সিলেট।
৪। মোঃ সেলিম মিয়া (৪০), পিতা: আব্দুল্লাহ মিয়া, মাতা: শামু বেগম; ঠিকানা: ৪৭/১ খান মঞ্জিল, চৌকিদেখি, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।
৫। মোঃ বিল্লাল মিয়া (৩৯), পিতা: মোঃ মহর উদ্দিন, মাতা: ফজিলা খাতুন; ঠিকানা: বাসা নম্বর ৪৭, মক্তব গলি, থানা: কোতোয়ালী, জেলা: সিলেট।
অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা জানান, অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।-বিজ্ঞপ্তি