সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে বিশিষ্ট লেখক অমলেন্দু ধরের আত্মজৈবনিক গ্রন্থ ‘উপলব্ধি’ প্রকাশিত

স্টাফ রিপোর্টার ::

সিলেটের বিশিষ্ট লেখক ও আইনজীবী অমলেন্দু ধর-এর আত্মজৈবনিক গ্রন্থ ‘উপলব্ধি’-এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।

সাবেক অধ্যক্ষ, কবি কালাম আজাদ খান’র সভাপতিত্বে এবং অধ্যাপক কাশ্মীর রেজা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে ড. ভট্টাচার্য বলেন, “সিলেট সাহিত্য-সংস্কৃতির আদর্শস্থান। অমলেন্দু ধরের ‘উপলব্ধি’ গ্রন্থে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ফুটে উঠেছে। তিনি গণতন্ত্র, সুশাসন, মূল্যবোধ, নারীর অধিকার, সামাজিক সমতা এবং সনাতন ধর্মের নানা দিক নিয়ে বিশ্লেষণ করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।”

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি রেজিস্ট্রার, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লেখক, গবেষক ও অনুবাদক মিহির কান্তি চৌধুরী।
তিনি বলেন, “আত্মজৈবনিক গ্রন্থ শুধু ব্যক্তির জীবনের গল্প নয়, এটি একটি সময়ের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চিত্রও তুলে ধরে। প্রতিকূলতার মধ্যেও একজন মানুষ কীভাবে আদর্শ ধরে রাখতে পারেন, তা এই গ্রন্থের মাধ্যমে পাঠকের কাছে জীবন্ত হয়ে উঠেছে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, কবি ও প্রাবন্ধিক এ কে শেরাম, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ অজয় কুমার রায়, সিলেট মহানগর শাখা সভাপতি অধ্যক্ষ আবিদুর রহমান, দেশে-বিদেশে কানাডা সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, দয়ামীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাব্বির আহমদ, অধ্যাপক আজির হাবিব, শাহজালাল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাখাওয়াত হোসেন, দৈনিক জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদ, অধ্যাপক মাধব রায়, সাংবাদিক রিয়াজ উদ্দিন ঈশকা, সাংবাদিক মুজিবুর রহমান জকন, রোটারিয়ান মাহবুবুর রহমান মিলন, এডভোকেট আব্দুল ওদুদ, লেখক মনোজ বিকাশ দেবরায়, রোটারিয়ান নিরেশ রঞ্জন দাশ এবং অধ্যাপক কানন বালা রায় প্রমুখ।

সভাপতির বক্তব্যে কবি কালাম আজাদ খান বলেন, “অমলেন্দু ধর একজন সমাজবিজ্ঞানী। তার ‘উপলব্ধি’ গ্রন্থে তিনি শিক্ষাব্যবস্থা, আইন, রাজনীতি, সাহিত্য, অর্থনীতি ও মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এটি ভবিষ্যতে সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।”

শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন লেখক অমলেন্দু ধর এবং লেখকের সহধর্মিণী শিল্পী রাণী ধর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: