cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে ১৪ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৬টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ীরা আল হামরা শপিং সিটির নূরানী জুয়েলার্সে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেন। এছাড়া তারা আরও জানান, মার্কেটের সামনের রাস্তায় হকারদের উপদ্রবের কারণে ব্যবসা পরিচালনায় সমস্যার মুখে পড়তে হচ্ছে, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে।
এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবৈধ সিএনজি দাঁড়িয়ে যানজট সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তারা। ব্যবসায়ীরা বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পুনরায় চালু করতে পুলিশের প্রতি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম তার বক্তব্যে চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। ইতোমধ্যে চোরদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেট ও দোকানে আধুনিক মানের বিশেষত থ্রি সিক্সটি ডিগ্রী ক্যামেরা স্থাপনের আহ্বান জানান।
হকার সমস্যা সমাধানে পুলিশ কমিশনার ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন এবং চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনার আশ্বাস দেন।
এছাড়া, সিলেট শহরের যানজট নিরসন, ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ এবং অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
ব্যবসায়ী নেতারা পুলিশ কমিশনারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সিলেটের ব্যবসায়ী পরিবেশ উন্নত করতে সকল সহযোগিতার আশ্বাস দেন।
সভাটি ব্যবসায়ী ও পুলিশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।