সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

প্রবাসীর উপর নৃশংস হামলার প্রতিবাদে সিলেটে সভা ও কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::

প্রবাসীর উপর নৃশংস হামলাকারীদের চাকুরিচ্যুত করার দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা ও শোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) সকালে সিলেট কল্যাণ সংস্থা (সিকস) ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার (সিবিযুকস) উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের এবং সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন।

সকাল ১০.৩০টায় শুরু হওয়া সভায় বক্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর উপর হামলার তীব্র নিন্দা জানান। বেলা ১১.৩০টায় সভাপতির বাঁশির সংকেতে উপস্থিত সকলে ১০ মিনিট শুয়ে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাঁদের প্রতি বিমানবন্দরে এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা বলেন, “প্রবাসীরা ভিআইপি। তাঁদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”

বক্তারা দাবি করেন, এক সপ্তাহের মধ্যে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায়, সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে পদযাত্রা ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন সচেতন নাগরিক ও প্রবাসী প্রেমী ব্যক্তিরা।

বক্তারা প্রবাসীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: