সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় এনসি স্কুলের ১১৬বছর পূর্তি অনুষ্ঠানে থাকবে ৬স্তরের নিরাপত্তা…

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৬বছর পূর্তি উদযাপন উপলক্ষে সার্বিক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আগামী ৪জানুয়ারি শনিবার দিনব্যাপী উৎসব সফল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মো. এনামুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন নিরাপত্তা ও শৃঙ্খলা উপকমিটির আহবায়ক সুফিয়ান আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টু ও রেজাউল আলম ভূঁইয়া খোকন, শৃঙ্খলা উপকমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদ, আপ্যায়ন উপকমিটির আহবায়ক কাওছার আহমদ বাপ্পু, কনসার্ট উপকমিটির আহবায়ক মাসুদ রানা।

সাংবাদিক সম্মেলনে উদযাপন উপকমিটির আহবায়ক,যুগ্ম আহবায়ক ও বিভিন্ন ব্যাচ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি জানান, আয়োজিত এ উৎসবে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আয়োজনের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, এপিবিএন, ট্রাফিকসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ১০০জন স্কাউটদের সমন্বয়ে গঠিত স্কাউট স্কোয়াডসহ ছয় স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্কাউট স্বেচ্ছাসেবক সম্মিলিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

এছাড়াও সিসি ক্যামেরাসহ ঝুঁকিপূর্ণ ৪টি স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করে সার্বক্ষণিক পর্যবেক্ষন করা হবে।
পুনর্মিলনীতে ইতোমধ্যে ২হাজার ৫শত ৯৮জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এই অনুষ্ঠানে ব্যয় বাবদ বাজেট ধরা হয়েছে ৩২-৩৪লাখ টাকা তবে তা বাড়তেও পারে।
৪ জানুয়ারির প্রথম অধিবেশন উদ্বোধনে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পপতি, ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আজম জে চৌধুরী (এসএসসি ব্যাচ-১৯৭০)।
সকালে কুলাউড়া ডাক বাংলো প্রাঙ্গণ থেকে শুরু হওয়া আনন্দ র‍্যালীর উদ্বোধক থাকবেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ।

পরে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান মালার মধ্যে পবিত্র গ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন,উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা, আহবায়কের বক্তব্য, অতিথিদের গ্রুপ ফটোসেশান , স্মৃতিচারন।
দুপুরে প্রয়াত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রতিষ্ঠানের কল্যাণ সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. মোকাব্বির হোসেন (এসএসসি ব্যাচ-১৯৮২)। ওই অধিবেশনে বিভিন্ন ব্যাচের স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।

তৃতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানে (কনসার্ট) সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মাইনুল আহসান নোবেল, স্থানীয় শিল্পীসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ব্র্যান্ড প্লাটফর্ম-৩, জানকার্স ও বাফারিং দল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: