সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় বেগম রোকেয়া দিবসে ৩নারী জয়িতাকে সংবর্ধনা

কুলাউড়া প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়ায় আন-র্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৯ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। তিনি উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের অভিনন্দন জানিয়ে অন্যান্য নারীদের তাদেরকে অনুসরণ করে নিজেদের উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হবার আহবান জানান। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু মাসুদ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসফিয়া রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাংবাদিক ময়নুল হক পবন, শ্রেষ্ঠ জয়িতা রোমেনা আক্তার, স্বর্ণালী বিশ্বাস ও অনিতা রানী মালাকার।

পরে প্রধান অতিথি শ্রেষ্ঠ ৩জন জয়িতা অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কুলাউড়া পৌর এলাকার রোমেনা আক্তার, শিক্ষা ও চাকুর ক্ষেত্রে জয়চণ্ডীর স্বর্ণালী বিশ্বাস এবং সফল জননী কর্মধার অনিতা রানী মালাকারের হাতে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন। সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: