cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মো. খলিলুর রহমান, বড়লেখা :
মৌলভীবাজারের বড়লেখা থেকে নুসরাত জাহান নামে এক শিশু নিখোঁজ হয়েছে বলে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। শিশুটির সন্ধান চেয়ে বিভিন্ন ব্যক্তির আইডি-পেইজ থেকে পোস্টটি করা হয়েছে। তাতে একটি ছবি ও একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। যদিও মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।
তবে শিশুটি বড়লেখার কোন এলাকা থেকে নিখোঁজ হয়েছে সেই তথ্য কেউই নিশ্চিত করতে পারছে না। শিশুটির পিতৃপরিচয়ও কেউ বলতে পারছে না। এমনকি কার আইডি থেকে প্রথম এই খবরটি ছড়ানো হয়েছে তাও জানা যায়নি। এজন্য কেউ কেউ এই পোস্টের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকে গুজব বলেও বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন। পুলিশও বলছে বিষয়টি স্রেফ গুজব। যার কোনো সত্যতা পাওয়া যায়নি।
ফেসবুকে বিভিন্ন ব্যক্তির আইডি ও পেইজ থেকে ছড়িয়ে পড়া পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘আপনার একটা শেয়ারে মেয়েটা তার পরিবারে পৌঁছার সম্ভাবনা। নাম নুসরাত জাহান। থানা : বড়লেখা। জেলা : মৌলভীবাজার। মৌলভীবাজারের বড়লেখা বাজার থেকে সাত বছরের নুসরাত জাহান নামের শিশুটি গতকাল আনুমানিক দুপুর, ১ ঘটিকার সময় স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ, বাসায় আর ফিরেনি। কেউ যদি উক্ত মেয়েটিকে পেয়ে থাকেন তাহলে “নিচের নাম্বার এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।সবাই শেয়ার দিয়ে সহায়তা করবেন”
ফেসবুকে পোস্টটি শেয়ার করেছেন আহমদ জাহেদ, এমএ ওয়াহিদ চৌধুরী, আব্দুর রহমান শাহরিয়া, মো. নাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম মামুন, মাও: শেখ জয়নাল আবেদীন, আসাব আহমদ জাবেদ, অপেক্ষা, রয়েল ওয়্যার, বাংলা ব্যান্ড মিউজিক সোসাইটি, আমার বাংলাদেশসহ অনেকেই। তাতে অনেক লাইক ও কমেন্ট পড়েছে। অনেকে তা শেয়ার করেছেন।
তাহরিমা নামে একজন ফেসবুকে এই পোস্টটি দিয়েছেন। তাতে প্রায় আটশ’ লাইক ও শতাধিক কমেন্ট পড়েছে। এতে ‘এই পোস্টটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব’ বলে আব্দুল ওয়াদুদ আদনান নামে একজন মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি ‘প্লিজ রিমুভ দিস পোস্ট বইন’ বলে ইংরেজিতে মন্তব্য করেছেন। অবশ্য পোস্টের নিচে তাহরিমা নিজেই এই খবরের সতত্য নিয়ে প্রশ্ন তুলে তাতে লিখেছেন, ‘ কিতা বিশ্বাস করতাম অনেক দেখি কয় নিউজ এটা ভুয়া’।
ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলে ইসলাম উদ্দিন নামে একজন নিজের ফেসবুক আইডিতে মেয়েটির ছবি দিয়ে লিখেছেন, ‘বড়লেখার এই মেয়েটির গ্রামের নাম, পিতার নাম, স্কুলের নাম জানতে চাই। অনেকেই উরাধুরা শেয়ার করেই যাচ্ছেন। শেয়ারকৃত পোস্টে দেয়া নাম্বারটি বন্ধ আছে। মেয়েটির ব্যাপারে কোনো সঠিক তথ্য থাকলে একটু সাড়া দিবেন। বড়লেখায় বাড়ি কিন্তু কার মেয়ে? কোন গ্রামে বাড়ি? কেউ বলতে পারে না। ’
নুসরাত নামে কোনো শিশু নিখোঁজের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম। তিনি বলেন, নুসরাত জাহান নামে কোনো শিশু নিখোঁজের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এব্যাপারে থানায় কেউ জিডিও করেনি। বিষয়টি সম্পূর্ণ গুজব।