সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলদেশ জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় পৌর শহরের দক্ষিনবাজার বাসস্ট্যান্ডের সম্মুখে সমাবেশ ও মিছিলের মাধ্যমে উদযাপিত হয়েছে। কুলাউড়া উপজেলা শাখার সভাপতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনজুর আহমদ মঞ্জু বলেন, জাসদের জন্ম থেকে স্বাধীনতা পরবর্তী ৫২বৎসরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জাসদের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

বৈষম্যবিরোধী আন্দোলন করলেও আমরা বার বার বৈষম্যের স্বীকার। স্বাধীনতা যুদ্ধ ও ৯০এর স্বৈরাচার পতন এই দুইবার জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু আমরা সেই ঐক্য ধরে রাখতে পারিনি। ২০২৪এসে ছাত্রদের নেতৃত্বে আবারো জাতি ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু সেই ঐক্য বিনষ্ট করে আবারো জাতিকে ব্যর্থ করার চেষ্টা চলছে। আমরা বাংলাদেশ জাসদের পক্ষ থেকে অন্তবর্তীকালীণ সরকারের প্রতি সমর্থন জানিয়ে আহবান করতে চাই ছাত্ররা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে সেই বৈষম্য অবসানে প্রয়োজনীয় সংস্কার এবং একটি কাঙ্খিত নির্বাচন আয়োজনের প্রস্তুতির লক্ষ্যে যে সমস্ত কাজ করা দরকার তা অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। জনগনের জানমালের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর করা ও বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোকে অগ্রাধিকার দিতে হবে। আওয়ামীলীগের অপকর্মের দায়ে কোন ভাবেই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে এই ধরনের কোন পদক্ষেপ না নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মৌলভীবাজার জেলার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য খন্দকার লুৎফুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ, কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল গফফার কায়ছুল। উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাসদ নেতা আব্দুল হান্নান, সোহাগ মিয়া, পৌর সভাপতি নিয়ামত খাঁন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, বাংলাদেশ যুব জোটের সভাপতি আব্দুস সোবহান টিপু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, চা শ্রমিক জোটের সভাপতি জ্ঞান শংকর গৌড়, সাধারণ সম্পাদক সুবাস নাইডু, সহ সভাপতি রমেশ চন্দ্র, সম্রাট রায়, জয়চন্ডী ইউনিয়ন বাংলাদেশ জাসদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, কাদিপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আজাদ মিয়া, কর্মধা ইউনিয়ন জাসদের নেতা চেরাগ মিয়া, পৃথিমপাশা ইউনিয়ন জাসদের নেতা কামরুল ইসলাম, পরিবহন শ্রমিক জোটের নেতা বিধান মল্লিক, পৌর সহ সভাপতি ফয়ছল ইসলাম মধুসহ বাংলাদেশ জাসদ ও সহযোগী সংগঠনের কুলাউড়া উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ। সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: