সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখায় মোয়াজ্জিমকে পুড়িয়ে মারার চেষ্টা : যুবক আটক

খলিলুর রহমান :

বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের হলদিরপাড় জামে মসজিদের মোয়াজ্জিম হোসাইন আহমদ মাছুমকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা ও মোটরসাইকেল জালিয়ে দেয়ার অভিযোগে উশৃঙ্খল যুবক আব্দুল হামিদকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসি। পরদিন ১৭ অক্টোবর পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রউপ আদালতে আসামীর তিন দিনের রিমান্ড প্রার্থনা করেছেন।

জানা গেছে, গত ১৪ অক্টোবর গভীর রাতে মসজিদের হুজরার বাউন্ডারি টপকিয়ে ভেতরে প্রবেশ করে অভিযুক্ত আব্দুল হামিদ হুজরার বারান্দায় রাখা মোটরসাইকেলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় সে মোয়াজ্জিমের ঘরের দরজা বাহির থেকে আটকে রাখে যাতে মোটরসাইকেলের আগুন ভেতরে ছড়িয়ে ঘুমন্ত অবস্থায় তিনি পুড়ে মারা যান। তবে, আগুন দেখে প্রতিবেশিরা এগিয়ে জানালা দিয়ে মোয়াজ্জিমকে ডেকে তোলায় তিনি প্রাণে বেঁচে যান। এমন বর্বরোচিত ঘটনায় মসজিদ কমিটি ও গ্রামবাসি সোচ্চার হয়ে ঘটনাকারিকে খুঁজতে থাকেন। এরই মাঝে অভিযুক্ত আব্দুল হামিদ গ্রামের কয়েকজনের সাথে দম্ভোক্তি করে বলেছে, মোয়াজ্জিম হোসাইন আহমদ মাছুম তার সাথে একদিন তর্কবিতর্ক করেছেন, এইজন্য সে তাকে পুড়িয়ে মারতে হুজরায় মোটরসাইকেলে আগুন দিয়েছিল। এই স্বীকারোক্তির সূত্র ধরে গ্রামবাসি বুধবার (১৬ অক্টোবর) রাতে আব্দুল হামিদকে আটক করেন। গ্রাম পঞ্চায়েতের জেরার মূখে সে মোয়াজ্জিমকে মেরে ফেলতে উনার মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাহির থেকে দরজা বন্ধ করে রাখার সত্যতা স্বীকার করে। এছাড়াও সে গ্রামের মতিউর রহমান, আব্দুল জব্বারসহ আরো কয়েকজনের খড়ের ঘর পুড়িয়ে দেওয়ার স্বীকারোক্তি প্রদান করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, মোয়াজ্জিমের মোটরসাইকেল পুড়ানো ও তাকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার নেক্কারজনক ঘটনায় এলাকাবাসি মারাত্মক লজ্জায় ও হুমকিতে পড়েন। ঘটনাকারিকে খুঁজে বের করতে বিভিন্ন ভাবে চেষ্টা চালানো হয়। অবশেষে অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করে গ্রামবাসি তার জবানবন্দী নেন। তিনিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। অভিযুক্ত আব্দুল হামিদ শত শত গ্রামবাসির সম্মুখে স্বীকার করেছে প্রতিশোধ নিতে সে এমন কান্ড ঘটিয়েছে। শুধু তাই নয়, নির্দ্বিধায় বলেছে, গ্রামের আরো কয়েকজনের খড়ের ঘর সে পুড়িয়েছে। এরপর মসজিদ কমিটিসহ উপস্থিত সকলের সিদ্ধান্তে তাকে পুলিশে সোপর্দ করা হয় এবং ভোক্তভোগি মোয়াজ্জিম হোসাইন আহমদ মাছুম অগ্নিসংযোগকারি ও হত্যা চেষ্টাকারি আটক আব্দুল হামিদকে প্রধান আসামি ও আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই ফখরুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রউফ সোমবার আসামি আব্দুল হামিদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত রিমান্ড প্রার্থনাটি শুনানির জন্য রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: