সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ১৩ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখায় হিন্দু পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ অপচেষ্টা : ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলার চন্ডিনগর গ্রামের একটি হিন্দু পরিবারকে তাদের ভোগদখলিয় বসতবাড়ি থেকে প্রভাবশালী প্রতিবেশি জোরপূর্বক উচ্ছেদের অপচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার বিকেলে দলবল নিয়ে জবরদখলের অপচেষ্টা চালায়। এসময় তারা বসতবাড়িতে ভাংচুর চালিয়েছে। বাধা দিতে গিয়ে ভোক্তভোগি পরিবারের ৩ জন আহত হয়েছেন। এব্যাপারে ভোক্তভোগি সুনীল পালের মেয়ে নিভা রাণী পাল বসতবাড়ি জবরদখল চেষ্টাকারি ৭ ব্যক্তির বিরুদ্ধে বুধবার বিকেলে থানায় মামলা করেছেন।

আসামিরা হলেন- চন্ডিনগর গ্রামের সুলতান উদ্দিন (৪০), হুসাইন আহমদ (১৯), কাউছার উদ্দিন (২২), একরাম আহমদ (১৯), তাহের (২০), আব্দুস শুকুর (৫০) ও আব্দুল আজাদ (৩০)।

মামলার বিবরণ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বিবাদীরা সুনীল পালের বসতবাড়ির পশ্চিম অংশ থেকে কিছু ভূমি ক্রয় করে সুলতান উদ্দিন ভোগদখল করছেন। সত্তরোর্ধ সুনীল পাল গ্রামের মধ্যে একটি মাত্র হিন্দু পরিবার হওয়ায় প্রভাবশালী সুলতান ক্রয় করা ভূমি সংলগ্ন সুনীল পালের বসতবাড়ি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছে। গ্রামের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিরোধের মূখে সুলতান উদ্দিন হিন্দু পরিবারটির বসতবাড়ি দখলে ব্যর্থ হয়। এ নিয়ে সুনীল পালের পরিবারের সাথে সুলতানের পরিবারের মনোমালিন্য চলছে। গত ৫ আগষ্ট হতে দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে উক্ত বিবাদীরা সুনীল পালকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা ও হুমকি ধামকি প্রদান করছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিরা সমাধানের উদ্যোগ নেন। কিন্তু এরই মাঝে গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে বিবাদিরা সুনীল পালের বসতবাড়ি দখলের উদ্দেশ্যে হামলা চালায়। বাধা দিতে গিয়ে পরিবারের ৩ সদস্য আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের প্রতিরোধ করেন।

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, হামলা-ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এব্যাপারে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: