সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন সুনামগঞ্জের বিধান

ডেইলি সিলেট ডেস্ক ::

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জের কৃতিসন্তান। সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সদরে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা প্রয়াত ডা. গোপী রঞ্জন রায় অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা বিলিয়ে দেওয়ার কারণে উপজেলাজুড়ে গরীবের ডাক্তার হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে।

জানা গেছে, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি, ঢাকা কলেজ থেকে ১৯৮১ সালে এইচএসসি পাস করেন। সর্বশেষ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস সম্পন্ন করেন বিধান রঞ্জন রায়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি দায়িত্বগ্রহণ করেন তিনি। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ডা. বিধান রঞ্জন রায় লেখালেখির সঙ্গেও জড়িত রয়েছেন।

এ প্রসঙ্গে মধ্যনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, বিধান তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

উল্লেখ্য,অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নিয়েছেন । রবিবার (১১ আগস্ট) বেলা ১টায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিকে আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে রবিবার (১১ আগস্ট) রাতে দেশে পৌঁছাবেন। তিনি সোমবার কিংবা মঙ্গলবার শপথ নিতে পারেন বলে সূত্র জানিয়েছে। এরআগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: