cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেটে গত রোববার রাতের প্রলয়ঙ্কারী শিলাবৃষ্টির প্রভাব পড়েছে টিনের বাজারে। সোমবার সকাল থেকেই বিভিন্ন টিনের দোকানে ভিড় করেন লোকজন। অনেকেই একে টিন ব্যবসায়ীদের পৌষমাস বলে অভিহিত করেছেন। অতীতে এমন বিশাল শিলাবৃষ্টির তান্ডব দেখেননি সিলেটবাসী। শিলার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় টিনের ঘরের। বেশিরভাগ টিনের ঘরে বিশাল বিশাল ফুঁটো তৈরি হয়। বসতবাড়ি থেকে গোডাউন সব জায়গায় টিনের চালের ব্যাপক ক্ষতি হয়।
সরেজমিন নগরীর মহাজনপট্টি, লালদীঘির পার, কালীঘাট, কাজিরবাজারসহ বিভিন্ন বাজারে দেখা যায় টিনের দোকানে লোকজনের ভিড়। হঠাৎ করে এত টিনের প্রয়োজন পড়ায় দোকানগুলোতে টিনের টান পড়ে। যাদের টিনের স্থাপনা ছিল প্রায় সবারই কমবেশি শিলায় ক্ষতি হয়েছে। ফলে টিনের টানও পড়েছে সেই অনুপাতে।
বিক্রেতারা বলেন, এই সময়ে টিনের প্রয়োজন এভাবে একসাথে কখনো পড়ে না। তাই হঠাৎ করে এত চাহিদা মেটানো আমাদের জন্য সম্ভব হচ্ছেনা। রোববার রাতের বেলা শিলাবৃষ্টি হয়েছে। তাই সকালেই ক্রেতারা ভিড় করছেন। সকালে হঠাৎ করে টিনের এই জোগান সম্ভব নয়। আমাদের চাহিদার দিকে খেয়াল রেখে অর্ডার দেওয়া হয়। রোজার সময়ে লোকজন বাড়িঘরের কাজ খুব একটা করেন না। তাই আমাদের বেশি স্টক থাকে না। এরবাইরে ক্রেতাদের সবাই শিলায় ক্ষতিগ্রস্থ লোকজন। তাই সবাই চাইছেন একেবারে ভালোমানের টিন চাইছেন। কিন্তু দোকানে আমরা সব ধরনের টিন রাখি। ফলে সবাইকে ভালোমানের টিন সরবরাহ সম্ভব হচ্ছে না।