সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শনিবার, ১২ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে এটিএম বুথের টাকা চুরির ঘটনায় গ্রেফতার ৩ : ১৮ লাখ উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মোগলাবাজার থানার নৈখাই পূর্বপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল হক (২৪) ও একই থানার নৈখাই মাঝপাড়া গ্রামের সিদ্দেক আলীর ছেলে নুরুল ইসলাম মুন্না (২৫)। এর আগে আলবাব হোসেন লিমন (২২) নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার লিমন ও আমিনুল সিকিউরেক্স প্রতিষ্ঠানের কর্মকর্তা।

তাদের মধ্যে সিলেট নগরের শিবগঞ্জ পয়েন্ট থেকে লিমনকে, ঢাকার মতিঝিল থানাধীন সাজেদা টাওয়ারস্থ সিকিউরেক্স কোম্পানির অফিস থেকে আমিনুলকে এবং ভৈরব থানাধীন উজানভাটি হোটেলের সামনে থেকে নুরুলকে গ্রেফতার করা হয়। রোববার (৫ নভেম্ভর) দুপুরে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার আজবাহার আলী শেখ এ সকল তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

আজবাহার জানান, গ্রেপ্তারকৃতরা নেশা ও জুয়ায় জড়িত, লোভের বশবর্তী হয়ে টিএম বুথ থেকে তারা এই টাকা চুরি করে। তিনি জানান, গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যমতে ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে লিমনের বসতঘর থেকে ১০ লাখ, নুরুলের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার ও তার বর্তমান ঠিকানা সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার স্বর্ণশিখা আবাসিক এলাকার ১০৮ নং বাসা থেকে ৫ লাখ ৩৫ হাজার, আমিনুলের বসতঘর থেকে ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকার মধ্যে ৬ লাখ ৭৮ হাজার টাকা আসামিরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখে দিয়েছেন এবং ১ লাখ ৪৮ হাজার টাকা তারা খরচ করে ফেলেছেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাতে সিলেট নগরের সুবিদবাজার এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপির) বিমানবন্দর থানায় কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন (২২) ও আমিনুল হককে (২৪) আসামি করে মামলা করেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের সিলেট জোনের এটিএম বুথ ইনচার্জ সন্দীপন দাস। মামলার পরপরই পুলিশ নগরের শিবগঞ্জ এলাকা থেকে আলবাবকে গ্রেফতার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: