cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে ছয় দিন ধরে প্রে’মিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী।
সীমা আক্তার নামে ওই নারী সোমবার (২ মে) থেকে বিয়ের দাবিতে সুবিদখালী বাজারের আলী বাংলা চাইনিজসংলগ্ন মো. রায়হানের বাসায় অনশনে বসেছেন।
মো. রায়হান সুবিদখালী বাজারের সার ও কী’টনাশক বিক্রেতা। উপজে’লার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মতি মৃধার ছে’লে। সীমা আক্তার (২০) উপজে’লার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামের জব্বার জোমাদ্দারের মে’য়ে।
সীমা আক্তার জানান, সাড়ে চার বছর আগে দক্ষিণ কলাগাছিয়া গ্রামের মধু চাপরাসীর ছে’লে শহীদুল্লাহর সঙ্গে বিয়ে হয় এবং তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। দাম্পত্যে কলহের কারণে আ’ত্মহ’ত্যা করার জন্য রায়হানের কী’টনাশকের দোকান থেকে বিষ কিনতে যান।
এ সময় রায়হান তাকে বাধা দিলে তাদের মধ্যে সহম’র্মিতা ও সহানুভূতির সৃষ্টি হয়। ধীরে ধীরে এটি প্রে’মের স’ম্পর্কের পরিণতি হয়। প্রে’মের স’ম্পর্ক চলাকালে বিয়ের প্রলো’ভন দেখিয়ে বহুবার শারীরিক স’ম্পর্কে জড়ান। রায়হান কৌশলে আগের স্বামীকে তালাক দিতে বাধ্য করেন।
সীমা আক্তার আরও বলেন, বিয়ের কথা জানালে রায়হান বিয়ে করতে অস্বীকার করেন। তাই আমি বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে ছয় দিন ধরে অনশন করছি।
রায়হান পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয় মির্জাগঞ্জ থা’না ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা আনোয়ার হোসেন তালুকদার জানান, এখন পর্যন্ত কোনো অ’ভিযোগ পাওয়া যায়নি। অ’ভিযোগ পেলে আইনের আওতায় আনা হবে।