cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
করো’না মহামা’রীর কারণে এবারও সিলেটের শাহী ঈদগাহসহ শহরের কোনো ঈদগাহে ঈদের জামাত হবে না। এ অবস্থায় সকাল ৮টায় হ’জরত শাহ’জালাল (র) মাজার জামে ম’সজিদে ঈদের প্রধান জামাত হবে।
এছাড়া বন্দরবাজার কেন্দ্রীয় জামে ম’সজিদে সকাল ৮টায়, কালেক্টরেট জামে ম’সজিদে সকাল সাড়ে ৮টায় ও কুদরত উল্লাহ জামে ম’সজিদে সকাল ৭টা থেকে শুরু হবে ঈদের জামাত। এসব ম’সজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে সিলেট জে’লায় ৫ হাজার ২০৩টি জামে ম’সজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জে’লা প্রশাসক এম কাজী এম’দাদুল ইস’লাম।
এছাড়া সিলেট মহানগর এলাকায় এবার সাড়ে ১১শ’ ম’সজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ম’সজিদগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পু’লিশ পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পু’লিশের অ’তিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।
এদিকে হ’জরত শাহ’জালাল (র.) মাজার ম’সজিদের খতিব আসজাদ আহম’দ বলেছেন, ম’সজিদের ভেতরে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতের আয়োজন করা হচ্ছে। ম’সজিদের বাইরে কেউ নামাজে অংশ নিতে পারবেন না।
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশগ্রহণের অনুরোধ জানান।