সিলেটে সোমবার সন্ধ্যায় দুই দফা ভূমিকম্পে যখন সাধারণ মানুষ আতঙ্কিত ঠিক তখনইগুজব সৃষ্টিকারীরা তৎপর হয়ে ওঠে।
তারা সিলেট নগরের জিন্দাবাজার এলাকার মিলেনিয়াম মা’র্কেট হেলে পড়েছে বলে গুজব ছড়ায়। এতে জিন্দাবাজার জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মা’র্কে’টের ব্যবসায়ী-ক্রেতারা দ্রুত মা’র্কেট থেকে নিচে নেমে আসেন। উৎসুক অনেকে মা’র্কে’টের সামনে ভিড় জমান।
সিলেট মিলেনিয়াম ব্যবসায়ী সমিতির নেতা বদরুদ্দোজা শাফি জানান, ‘ভূমিকম্পের সময় মা’র্কে’টের ৪ তলার কয়েকজন স্বর্ণের ব্যবসায়ী দোকান বন্ধ করে নিচে নেমে যান। তাদেরকে নিচে নামতে দেখে অনেকে বি’ভ্রান্ত হন। এ সময় কে বা কারা মা’র্কেট হেলে পড়েছে বলে প্রচার করেন।যা আদৌ সত্য নয়।