সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

অস্ত্র দিয়ে ফাঁসাতে অপহরণ, সিলেটে গ্রেফতার ৩ জন

সিলেট মহানগরীর মোগলাবাজার থা’নাধীন সিলাম খালপার থেকে অ’পহৃত ব্যক্তি উ’দ্ধারসহ ৩ অ’পহ’রণকারীকে অ’স্ত্র ও মা’দকসহ গ্রে’প্তার করেছে পু’লিশ। মা’দক বিক্রির পাওনা টাকা না পেয়ে এই অ’পহ’রণের ঘটনাটি ঘটেছে বলে পু’লিশ জানিয়েছে।

গ্রে’প্তার তিনজন হলেন- দক্ষিণ সুরমা’র জৈনপুর গ্রামের সানর মিয়ার ছে’লে মো. কা’ম’রুল ইস’লাম লিমন (২৯), মমিনখলা গ্রামের গ্রামের আনছার আলীর ছে’লে মো. রুবেল আহম’দ (২৭) ও মোগলাবাজার থা’নাধীন সিলাম খালপাড় গ্রামের আজিজুর রহমানের ছে’লে মোবারক হোসেন তুহিন (৩৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রে’প্তার তুহিনের বরাত দিয়ে পু’লিশ জানায়- মোবারক হোসেন তুহিন ও কা’ম’রুল ইস’লাম লিমনের সাথে অ’পহৃত সুমন মিয়ার ইয়াবা কেনা-বেচার টাকা নিয়ে লেনদেন রয়েছে। বেশ কিছুদিন যাবৎ এ সংক্রান্ত তাদের কিছু টাকা পাওনা থাকলেও সুমন মিয়া শুধু সময় ক্ষেপন করছে। এ অবস্থায় কা’ম’রুল ইস’লাম লিমন গত ঈদের দিন দুপুরে সুমন মিয়াকে আ’ট’ক করে নিজের প্রাইভেট’কারে তুলে তার হাত-পা বেধে সিলাম খালপাড় গ্রামের মোবারক হোসেন তুহিনের বাড়ীতে এনে রাখে। পরে সুমন মিয়াকে বাঁ’ধা অবস্থায় রিভলবার এবং ইয়াবাসহ ফাঁ’সাতে পু’লিশে খবর দেয় মোবারক হোসেন তুহিন।

খবর পেয়ে পু’লিশ শনিবার ভোর রাতে সেখানে গেলে কা’ম’রুল ইস’লাম লিমনের দেওয়া বর্ণিত ব্যাগে ভর্তি গু’লিসহ রিভলবার ও ইয়াবা পেলেও তাদের অসংলগ্ন কথাবার্তায় স’ন্দেহ হলে পু’লিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লিমন ও তুহিন সুমন মিয়াকে ফাঁ’সানোর বিষয়টি স্বীকার করলে পু’লিশ তাদেরকে আ’ট’ক করে। একই সাথে তাদেরকে সহযোগিতার জন্য মো. রুবেল আহম’দ (২৭) নামের আরেকজনকে আ’ট’ক করে পু’লিশ।

আ’ট’ক তিনজনের বি’রুদ্ধে পৃথক মা’মলা হয়েছে বলে জানিয়েছেন- এসএমপির অ’তিরিক্ত উপ পু’লিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: