সিলেটের দুই ল্যাবে আরও ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে ৫২ জনকে এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৪ জনকে করোনা ভাইরাসে শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৩২০ জন।
শুক্রবার ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ৫২ জনের মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন। অন্যদিকে শাবিপ্রবির ল্যাবে শনাক্ত হওয়া ২৪ জনের সিলেটের ১৫ জন ও সুনামগঞ্জের ৯ জন রয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় ওসমানীর তথ্য নিশ্চিত করে জানান, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে পাঁচজন চিকিটসকসহ বেশ কয়েকজন আইনশৃক্ষলা বাহিনীর সদস্য রয়েছেন।