cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra
ইন্দোনেশিয়াতে এক আজব ঘটনা ঘটেছে। একইসঙ্গে দুই বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এক যুবক। কারন তিনি ভালোবাসেন দু’জনকেই। কাউকেই দুঃখ দিতে রাজি নন।
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তির ৪জন স্ত্রী থাকা আইনত বৈধ। রীতিমতো পূজাপাঠ করে, মন্ত্রোচ্চারণে এই বিয়ে সম্পন্ন হয়েছে।
বিবাহবাসর বসেছিল ইন্দোনেশিয়ার কালিমন্তনের এয়ারতরপে। ভাইস মিডিয়া’র রিপোর্টে জানা যাচ্ছে, দুই স্ত্রীকে ভালমতো পণও তিনি দিয়েছেন বিয়ে করার জন্য।
বহুগামীতা ইন্দোনেশিয়ায় নতুন কিছু নয়। দেশের আইন মেনেই একসঙ্গে ৪জন স্ত্রী রাখতে পারেন একজন পুরুষ। তবে সকলকে ভালমতো দেখভাল করতে পারলে তবেই।
জানা গেছে, কোনও বান্ধবীকেই দুঃখ দিতে চান না বলেই এমন কাজ করেছেন ওই যুবক। প্রেমিকের এই সিদ্ধান্তে অবশ্য সহমত পোষণ করেছেন দুই বান্ধবীও।