cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
হ্রদয় ও সুমী রাণী সরকার তারা দুজনই একে অন্যকে পেতে মন দেয়া-নেয়া চলছিল প্রায় ৪ বছর যাবত। তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে অনেক জায়গায় বেড়াতে গিয়েছেন। এখন প্রেমিকা সুমী রানীর বিয়ে তার পরিবার অন্য জায়গায় দেয়ার সংবাদ পেয়ে প্রেমিক হ্রদয় সুদুর প্রবাস (দুবাই) থেকে দেশে আসছে।
এমন প্রেমিক-প্রেমিকা হলেন-নবীগঞ্জ উপজেলাে ৪নং দীঘলবাক ইউনিয়নের বানিপাতা গ্রামের অনকুল সরকারের পুত্র হ্রদয় সরকার (২২) ও একই উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শৈলেন সরকারের কন্যা সুমী রাণী সরকার (১৯)। সুত্রে প্রকাশ-আত্মীয়তার সুবাদে হ্রদয় সরকার ও সুমী রাণী সরকারের মধ্যে প্রেম দেয়া-নেয়া চলছে প্রায় চারবছর যাবত। সম্প্রতি প্রেমিক হ্রদয়-কে তার পিতা-মাতা অন্যত্র বিয়ে করাতে চাইলে প্রেমিকা সুমী রাণী সরকার অনশনের হুমকি দেয়। এতে বিয়ে ভন্ডুল হলে প্রেমিক হ্রদয় প্রবাস দুবাই পাড়ি জমায়। সেখান থেকে সে জানতে পারে প্রেমিকা সুমী রানীর বিয়ে আগামী সোমবার একই উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাকোয়া গ্রামের গোপাল সরকারের পুত্র বিশ্বজিত সরকারের সাথে। এতে প্রবাসে হ্রদয় ছটকে পড়ে এবং সে দুবাই থেকে দেশে আসার প্রস্ততি নিচ্ছে। দুবাই থেকে প্রেমিক হ্রদয় জানায়-যদি সুমী রানীর বিয়ে অন্যত্র হয় সে দেশে এসে আত্মহত্যার পথ খুঁজবে।
খোঁজ নিয়ে আরো জানা গেছে যে-সুমী রানী সরকার ও হ্রদয় সরকারের প্রেম এমনভাবে পৌছেছে যে কোন একটি আনন্দঘণ মুহুর্তে সুমী রানী তিন আঙ্গুল উচিয়ে বিজয় চিহ্র দিয়ে তাদের প্রেম ভাঙ্গবেনা বলে একশ পার্সেন্ট নিশ্চিত করেছে। যাহা এখন স্মৃতি হয়ে থাকবে। এমনকি তাদের গোপন প্রেমের সম্পর্ক মোবাইলে ইমু-হোয়াটসআপ চ্যাটে প্রমান রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রেমিক হ্রদয় জানায়- যদি সুমী রাণী সরকার অন্যত্র বিয়ে হয় সে তার জীবন বিলিয়ে দিতে আত্মহত্যা করতে দ্বিধাবোধ করবেনা।
অপরদিকে প্রেমিকা সুমী রাণী সরকারের পিতা শৈলেন সরকারের মোবাইলে কয়েকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।প্রেমিক হ্রদয় সরকার ও প্রেমিকা সুমী রানী সরকারের দীর্ধদিনের প্রেমের সম্পর্ক ভাঁঙ্গনের সংবাদ পৌছলে তাদের নিজ গ্রাম বানিপাতা ও লক্ষীপুরে আলোচনা ও সমালোচনা চলছে।