cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ওসমানী হাসপাতালে জোড়া লাগানো দু’কন্যা শিশুর জন্ম হয়েছে । গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের হাফেজ মামুনুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম গত ২৫ জানুয়ারি ওসমানী হাসপাতালে দুই মেয়ের জন্ম দেন। দুই মেয়েরই পেট জোড়া লাগানো রয়েছে। দু’জনের লিভার একটি বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। তবে দুই মেয়েই সুস্থ আছে বলে জানা গেছে।
ওসমানী হাসপাতালের চিকিৎসকরা জানান, গত ২৫ জানুয়ারি হাসপাতালে ফাতেমা বেগমকে নিয়ে আসেন তার স্বামী। ওইদিন দুপুরেই অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ট হয় পেটের অংশ জোড়া লাগানো দুটি কন্যা শিশু।
ওসমানী হাসপাতালের শিশু ওয়ার্ডে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে শিশু দুটিকে। দুই শিশুর শরীরের তাপমাত্রা কিছুটা উঠানামা করছে। বাকী সবকিছু ঠিক আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুদের মা ফাতেমা বেগমও শুয়ে আছেন পাশের সিটে। নিজে সুস্থ আছেন এবং এবারই তিনি প্রথম সন্তান জন্ম দিয়েছেন বলে জানান ফাতেমা।
চিকিৎসকরা জানান, দেশেই শিশু দুটিকে আলাদা করে লিভার সংস্থাপনের মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক করে তোলা সম্ভব। ওসমানী হাসপাতালের চিকিৎসকরাই এটি করতে পারবেন, তবে প্রযুক্তিগত কিছু সংকট থাকায় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার পরামর্শ দেওয়া হয়। দু’কন্যা শিশুর পিতা একজন দরিদ্র কৃষক। তার পক্ষে ঢাকায় নিয়ে মেয়েদের অস্ত্রোপচার করানোর আর্থিক সামর্থ নেই বলে জানান ছেলের বাবা।