সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ যুক্তরাজ্যের সিলেটি প্রবাসীরা

প্রবাস ডেস্ক ::

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িক স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যের গ্রেটার সিলেট কমিউনিটি। এই সিদ্ধান্তকে তারা “আত্মঘাতী” বলে অভিহিত করে অবিলম্বে ফ্লাইট চালুর দাবি জানিয়েছে।

গত ৪ জানুয়ারি রোববার রাত ১১টায় কার্ডিফের ওয়েলফেয়ার সেন্টারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি উত্থাপিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান, এবং যৌথ পরিচালনা করেন সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল।

প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের অজুহাত দেখিয়ে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই লাভজনক রুট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রবাসীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। তিনি এই সিদ্ধান্তকে “আত্মঘাতী” আখ্যা দিয়ে অবিলম্বে ফ্লাইট চালুর জোর দাবি জানান।

সভায় অন্যান্য বক্তারা বলেন, হজ কার্যক্রমের জন্য প্রয়োজন হলে সরকার ভাড়া করে বিমান ব্যবহার করতে পারে। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার কিছু কুচক্রী মহলের ফাঁদে পড়ে এই লাভজনক রুট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যথায় প্রবাসীরা বিমান বয়কট এবং রেমিট্যান্স শাটডাউনের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

সভায় অংশগ্রহণকারী কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্টজনরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা এবং অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিও জানান।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ৪ জানুয়ারি ঘোষণা করেছে যে, উড়োজাহাজ স্বল্পতা, হজ ফ্লাইট প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণের কারণে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকবে। এই রুটে সিলেট হয়ে যাতায়াতের সুবিধা প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রবাসীদের এই প্রতিবাদ সভা থেকে স্পষ্ট যে, ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের দাবি জোরালো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: