সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র ফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। চার দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা, ঢাকায়।

ইতোমধ্যে সব রাউন্ড শেষ করে সারা দেশের নির্বাচিত প্রতিভাবান শিশু-কিশোররা ফাইনালে জায়গা করে নিয়েছে। ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ফাইনাল পর্বের গ্রুমিং সেশন, যেখানে অভিজ্ঞ প্রশিক্ষক ও শিল্পীরা প্রতিযোগীদের পারফরম্যান্স, উপস্থাপনা ও মঞ্চনৈপুণ্য আরও উন্নত করার দিকনির্দেশনা দিয়েছেন। যদিও ৩১ অক্টোবর আরও একটি সেশনের কথা ছিল, প্রতিযোগীদের অনুশীলনের সুবিধার্থে এবং অভিভাবকদের অনুরোধে তা একদিনেই সম্পন্ন করা হয়েছে।

‘সেরা দশ’ পর্বের প্রতিটি শাখা ও বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচজন প্রতিযোগী ফাইনালে অংশ নেবে। একই নম্বর পাওয়া একাধিক প্রতিযোগীও সুযোগ পাবে এই রাউন্ডে অংশ নেয়ার। ‘সেরা দশ’ পর্বের ফলাফল জানা যাবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে (www.btv.gov.bd)। পাশাপাশি উত্তীর্ণ প্রতিযোগীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফাইনাল পর্বের তারিখ জানানো হবে।

অডিশনের দিন প্রতিযোগীদের ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। ফাইনালে অংশগ্রহণকারীদের প্রতি বিষয়ে ন্যূনতম তিনটি নতুন পরিবেশনার প্রস্তুতি রাখতে হবে। সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, অভিনয়সহ বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে নিজেদের সেরাটা তুলে ধরবে।

ফাইনাল পর্বের অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সময়সূচি অনুযায়ী সম্প্রচারিত হবে। দর্শকরা বিটিভির অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবেন।

দীর্ঘদিন ধরে ‘নতুন কুঁড়ি’ দেশের শিশু-কিশোরদের মেধা বিকাশ ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের আয়োজনও নতুন প্রজন্মের সৃজনশীলতা ও মনন বিকাশে একটি অনুপ্রেরণার মঞ্চ হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: