সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
রবিবার, ৯ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ২০শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫শতাংশ বৃদ্ধির দাবিতে, পাশাপাশি ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে পৌর শহরের স্টেশন চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে এতে অংশ নেন।

এর আগে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কয়েক শতাধিক শিক্ষক-কর্মচারী মিছিল সহকারে স্টেশন চৌমুহনীতে এসে মানববন্ধনে মিলিত হন। মানববন্ধন কর্মসূচির পরিচালনা করেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।

এ সময় বক্তব্য দেন শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক, মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, রবিরবাজার দারুছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, ইউসুফ গণি আদর্শ কলেজের অধ্যক্ষ এএনএম আলম, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার, ছকাপন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক আজিজুর রহমান ও বাদে ভূকশিমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া বাড়িভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আন্দোলনরত শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি-শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১,৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষক থাকলে প্রতিষ্ঠান টিকে থাকবে। তারা অভিযোগ করেন, দেশের শিক্ষকরা শ্রেণিকক্ষে থাকার কথা থাকলেও আজ ন্যায্য দাবির আন্দোলনে রাজপথে নেমে শহীদ হচ্ছেন। ১৯৭৫ পরবর্তী সময়ে দেশের সব অফিস-আদালত ও প্রতিষ্ঠান পরিচালনাকারীরা শিক্ষকদের কাছেই মানুষ হয়েছেন অথচ আজ সেই শিক্ষকদেরই বৈষম্যের শিকার হতে হচ্ছে।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে শিক্ষক-কর্মচারীদের সম্মান ফিরিয়ে দিতে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: