সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাক্টরসহ আটক ১

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাইছড়া নামক স্থান থেকে দু’টি ট্রাক্টরসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি ও পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল এ বিষয়টি নিশ্চিত করেন।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক মো. জাহিদকে (৩৫) দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি জেলার মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

এর আগে রাত প্রায় ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ রাজেন্দ্রপুর বিওপির একটি চৌকস টহল দল মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানা পুলিশের সমন্বয়ে একটি সফল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সোনাইছড়া নামক সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহনরত অবস্থায় দু’টি বালুবোঝাই ট্রাক্টরসহ মো. জাহিদকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘটনার বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যেকোনো প্রয়োজনে বিজিবি সব সময় সবার আগে নিজেদের সর্বোচ্চ দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড সবাইকে সঙ্গে নিয়ে কঠোরভাবে দমন করা হবে। হবিগঞ্জ ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনস্বার্থ ও দেশের সম্পদ রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সচেষ্ট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: