![]()


বিএনপি কোনো দিন ধর্মের ভিত্তিতে বা বিভাজনের রাজনীতি করেনি উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “বিএনপি সব ধর্মের, সব জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতে কাজ করে আসছে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এ জন্য তিনি সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বিএনপি অতীতে একাধিকবার জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। কিন্তু কখনো হিন্দু সম্প্রদায়ের জায়গা-জমি দখল করেনি। বরং বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নিরাপদে থাকে। অথচ আওয়ামী লীগই দেশে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটে।”
শনিবার (২৩ আগস্ট) সিলেট মহানগরীর ১৯নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী কবির দে। যৌথভাবে সভা পরিচালনা করেন সুচিত্র চৌধুরী বাবলু ও নির্ঝয় রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি