সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জাফলংয়ে পাথর লুট, মামলায় ১০০-১৫০ জন অজ্ঞাতনামা

গোয়াইনঘাট সংবাদদাতা :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিনদিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

এ ঘটনায় সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৭, ৮ ও ৯ আগস্ট রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে স্থানীয় চোরাকারবারীরা প্রায় ৫০ থেকে ৬০টি বারকি নৌকা ব্যবহার করে বিপুল সংখ্যক শ্রমিককে দিয়ে পাথর লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তর ২০১৫ সালে জাফলং-ডাউকি ও পিয়াইন নদীর মধ্যবর্তী প্রায় ১৪.৯৩ বর্গকিলোমিটার এলাকাকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)’ ঘোষণা করে। এরপরও সরকারি আইন অমান্য করে প্রতিনিয়ত অবৈধভাবে বালু-পাথর উত্তোলন চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাতের আঁধারের সুযোগ নিয়ে চোরাকারবারীরা লুটকৃত পাথর বিভিন্ন জলযান ও স্থল যানের মাধ্যমে সরিয়ে নেয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ লুটপাট ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলায় আসামির সংখ্যা ১০০ থেকে ১৫০ জন উল্লেখ থাকলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এজহারে উল্লেখ করা হয়েছে, প্রায় ৪০ হাজার ঘনফুট পাথর লুট হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার ও প্রতিস্থাপন করা হয়েছে ২২ হাজার ঘনফুট।

এদিকে সিলেটের জৈন্তাপুরের পর্যটন এলাকা রাংপানি নদীতে টাস্কফোর্স অভিযান চালিয়েছে। অভিযানে ৩৫ ট্রাক বালু ও পাথর জব্দ করা হয়। জব্দকৃত আনুমানিক ২০ হাজার ঘনফুট পাথর মঙ্গলবার নদীতে পুনঃস্থাপন ও ২৮ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

সোমবার বাংলাবাজার সংলগ্ন নদীতীর থেকে জব্দকৃত ৩৫ ট্রাক বালু নিলামের মাধ্যমে ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া একটি স্থানীয় ক্রাশার মেশিন থেকে প্রায় ৯ হাজার ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়, যা রাংপানি নদী থেকে উত্তোলিত বলে নিশ্চিত হওয়া গেছে। এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (অ্যসিল্যান্ড) ফারজানা আক্তার লাবনী।

অন্যদিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে মঙ্গলবার সীমান্তবর্তী উৎমা বিওপির একটি টহলদল কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের আদর্শগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে প্রায় ২ লাখ ঘনফুট পাথর মজুদ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় সম্পদ সংরক্ষণে সিলেট ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে কাজ করছে। তবে কিছু অসাধু চক্র অবৈধভাবে উৎমাছড়া এলাকা থেকে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে মজুদ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: