সর্বশেষ আপডেট : ২৯ মিনিট ২ সেকেন্ড আগে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জুলাই অভ্যুত্থান ঘিরে অস্থিরতার আশঙ্কা, বরিশালে বিশেষ নজরদারি

ডেইলি সিলেট ডেস্ক ::

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করছে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)। তারা আশঙ্কা করছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কর্মসূচির আড়ালে নৈরাজ্য তৈরির চেষ্টা করতে পারে। এ প্রেক্ষাপটে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ অভিযান ও নিরাপত্তা জোরদার কার্যক্রম।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে নগরজুড়ে ১৩টি চেকপোস্ট স্থাপন করেছে এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে আমরা সক্রিয়ভাবে মাঠে কাজ করছি। আওয়ামী লীগের তালিকাভুক্ত একজন ব্যক্তি ১১ মাস পর বরিশালে প্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে পুলিশের বিশেষ শাখা এক নির্দেশনায় জানায়, ১ জুলাই থেকে সরকার ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন ‘জুলাই অভ্যুত্থান’ উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে তারা ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে আশঙ্কা করছে, বিতাড়িত ফ্যাসিবাদী শক্তিগুলো এই সময়ে উসকানিমূলক প্রচারণা চালাতে পারে।

চিঠিতে সকল ইউনিটকে সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, সাইবার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: