cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন সোমবার নতুন মাত্রা পেয়েছে। শিক্ষার্থীদের ডাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের শিক্ষকরাও ক্লাস বর্জন করেছেন।
ফলে ক্লাসরুমগুলো ফাঁকা, থেমে গেছে সব প্রশাসনিক কর্মকাণ্ড। তবে চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা, মেডিকেল, পরিবহন ও গ্রন্থাগারসহ জরুরি পরিষেবা চালু থাকবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন।
২৭ দিন ধরে চলা এ আন্দোলনের মধ্যে রোববার একটি খোলা চিঠির মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান। তার আগেই প্রশাসনিক ভবনে তালা দিয়ে কার্যক্রমে বাধা দেওয়া হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “এই আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের লড়াই। এখন তা এক অযোগ্য ও মামলাবাজ উপাচার্যের অপসারণের দাবিতে পরিণত হয়েছে। দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. উন্মেষ রায় বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও আন্দোলনের প্রতি আমরা একাত্মতা জানাই। যাঁকে শিক্ষক-শিক্ষার্থীরা গ্রহণ করছেন না, তাঁকে অপসারণ করে প্রশাসনের উচিত সঙ্কটের দ্রুত সমাধান করা।”
এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন ও প্রক্টর ড. সোনিয়া খান সনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি