cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
জীনাত রেহানা, সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ‘সাগরের তীর থেকে’ গানের গায়িকা, আর নেই। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার পারিবারিক বন্ধু আলোকচিত্রী মাজেদ চৌধুরী।
জীনাত রেহানার মেয়ে রেহনুমা কামাল আহমেদ ফেইসবুকে জানান, তার মায়ের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে এবং পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
ষাটের দশকে ‘সাগরের তীর থেকে, মিষ্টি কিছু হাওয়া এনে’ গানে জনপ্রিয়তা পাওয়া জীনাত রেহানার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সঙ্গীতশিল্পী তিমির নন্দী লিখেছেন, ‘মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল! বাংলাদেশের কিংবদন্তি কন্ঠশিল্পী, শ্রদ্ধেয় জীনাত রেহানা ভাবী চলে গেলেন পরপারে। কি মিষ্টি ছিল তাঁর কণ্ঠ— “সাগরের তীর থেকে, মিষ্টি কিছু হাওয়া এনে”।’ তিনি আরও লেখেন, ‘তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, একজন কিংবদন্তি শিল্পী হয়েও কিভাবে কনিষ্ঠদের স্নেহ করতে হয়, ভালোবাসতে হয়।’
জীনাত রেহানার মৃত্যুতে পরিচালক খ ম হারুনও ফেইসবুকে শোক প্রকাশ করেছেন।
১৯৬৪ সালে তিনি বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হন এবং ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গানে যুক্ত হন। ১৯৬৮ সালে তার রেকর্ড করা ‘সাগরের তীর থেকে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’সহ অসংখ্য গান শ্রোতাপ্রিয় হয়ে ওঠে।
আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ছোটদের গানেও তিনি কণ্ঠ দিয়েছেন। সংগীতে ব্যাপক অবদানের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করেছেন জীনাত রেহানা। তাঁর স্বামী ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপমহাব্যবস্থাপক।