cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সার্কের কার্যকারিতা হারানোর প্রেক্ষাপটে চীন ও পাকিস্তান একটি নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে। এই ফোরামের উদ্দেশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংহতি, বাণিজ্যিক সংযুক্তি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন কূটনৈতিক সূত্রে জানিয়েছে, এই উদ্যোগে বাংলাদেশও যুক্ত হয়েছে। ১৯ জুন চীনের কুনমিংয়ে চীন, পাকিস্তান ও বাংলাদেশের শীর্ষ কূটনীতিকদের ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক ভারতীয় কূটনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।
দীর্ঘদিন ধরে সার্ক অকার্যকর হয়ে পড়েছে। ২০১৬ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে ভারত ও বাংলাদেশসহ কয়েকটি দেশের অনুপস্থিতির পর আর কোনো শীর্ষ সম্মেলন হয়নি। এর পাশাপাশি ভারত সম্প্রতি পাকিস্তানের জন্য নির্ধারিত ‘সার্ক ভিসা’ সুবিধা বাতিল করেছে।
এই প্রেক্ষাপটে চীন ও পাকিস্তান একটি বিকল্প ফোরাম গঠনে আগ্রহী। কুনমিং বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। ভবিষ্যতে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তবে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ দেশটি বর্তমানে পশ্চিমঘেঁষা নীতিতে আগ্রহী এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিও আগ্রহ হারাচ্ছে বলে মনে করা হচ্ছে। এসসিও-তে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরানসহ মধ্য এশিয়ার দেশগুলো সদস্য হলেও, ভারতের অবস্থান অনেকটাই কৌশলগতভাবে আলাদা।