সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিবাহিত ভেবে প্রথম দেখায় বুমরাহকে এড়িয়ে চলতেন স্ত্রী সঞ্জনা

ডেইলি সিলেট ডেস্ক ::

বিশ্বের ভয়ঙ্করতম পেসারদের একজন তিনি, মাঠে সবসময় ঠাণ্ডা মাথার উইকেট টেকিং মেশিন। কিন্তু ব্যক্তিজীবনে জাসপ্রীত বুমরাহ একদমই অন্য মানুষ। সম্প্রতি ভারতীয় ক্রিকেটার বুমরাহ ও তার স্ত্রী সঞ্জনা গণেশন মজার ছলে তুলে ধরলেন ২০১৯ বিশ্বকাপে তাদের প্রথম সাক্ষাতের ঘটনা, যা তখনই এক ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছিল!

‘হু ইজ দ্য বস?’ অনুষ্ঠানে হরভজন সিং ও গীতা বসরার সঙ্গে আড্ডায় বসে সঞ্জনা বলেন, ‘২০১৯ বিশ্বকাপে আমি ভারতীয় দলের প্র্যাকটিস কভার করছিলাম। বাকি খেলোয়াড়রা—ডিকে (দীনেশ কার্তিক) বা অন্যরা—সামনে এসে ‘হাই’ বলত। কিন্তু বুমরাহ যেন চোখে চোখ রাখতেই চাইত না!’

এই আচরণে বিভ্রান্ত হয়ে সঞ্জনার মনে হয়েছিল, ‘আমি ভাবলাম নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড বা স্ত্রী আছে, তাই অন্য মেয়ের দিকে তাকায় না!’

সঞ্জনার সেই মজার ভুল বোঝাবুঝির জবাবে বুমরাহ হাসতে হাসতেই বলেন, ‘এই গল্পটা একদম একতরফা! ও ভাবল আমি বিয়ে করেছি, কারণ আমি ‘হাই’ বলিনি! আমি আসলে একটু লাজুক প্রকৃতির, এমনিই সবার সঙ্গে সহজে মিশি না।’

তবে সময়ের সঙ্গে বদলে যায় দুজনের সম্পর্কের রসায়ন। ‘একটু কথা বলতেই বুঝলাম, ও একদম আলাদা। আর তারপরই বন্ধুত্ব, তারপর ভালোবাসা,’ বলেন সঞ্জনা।

২০২১ সালের মার্চে এই জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হন এবং ২০২৩ সালে জন্ম হয় তাদের পুত্র সন্তান অঙ্গদ-এর।

আন্তর্জাতিক ক্রিকেটের গ্ল্যামার, ব্যস্ততা, এবং চাপের মাঝেও এমন মিষ্টি প্রেম কাহিনি প্রমাণ করে—ভালোবাসা সবখানে পথ খুঁজে নেয়, এমনকি এক লাজুক ‘হাই’ না বলার মধ্যেও!

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: