cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
আবারও সেই জাদুকরি বাঁ পা। আবারও অসাধারণ এক ফ্রি-কিক। আর তাতেই ক্লাব বিশ্বকাপে গোল করে গড়লেন নতুন এক রেকর্ড লিওনেল মেসি। পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিকে ইন্টার মায়ামিকে জিতিয়ে ইতিহাসে নাম লেখালেন আর্জেন্টাইন মহাতারকা।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে মেসির সেই অনবদ্য ফ্রি-কিক গোলটি আসে ২০ গজ দূর থেকে। পোস্টের একেবারে কাছে থাকা গোলরক্ষক মাঝ বরাবর দাঁড়িয়ে ছিলেন, ফাঁকা ফার পোস্টের দিকেই বল পাঠালেন মেসি। বলটি পোস্টে লেগে জালে জড়াতেই স্টেডিয়ামজুড়ে উল্লাস। ম্যাচ শেষে দেখা গেল, সেটিই হয়েছে জয়সূচক গোল।
এই গোলটি মেসির ক্লাব বিশ্বকাপে প্রথম গোল এবং ক্যারিয়ারের ৬৮তম ফ্রি-কিক গোল। আর এই গোলের সুবাদে তিনি এখন ক্লাব বিশ্বকাপে সর্বাধিক বয়সে গোল করা আর্জেন্টাইন ফুটবলার—৩৭ বছর ৩৬০ দিন বয়সে গোল করে পেছনে ফেলেছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি হ্যাভিয়ের জানেত্তিকে (৩৭ বছর ৪ মাস ৫ দিন)।
গোল করার পর আনন্দে ভাসলেও মেসির প্রতিক্রিয়া ছিল শান্ত ও বাস্তবসম্মত। ডাজনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ড্র করে কিছুটা হতাশ ছিলাম। আজ আমরা দেখিয়েছি, আমরা প্রতিযোগিতায় লড়তে এসেছি। তরুণরা আজ অনেক ভালো খেলেছে।’
নিজের গোলের ব্যাখ্যায় মেসি বলেন, ‘আমি দেখছিলাম গোলরক্ষক মাঝ বরাবর দাঁড়ানো, পোস্ট ঢাকেনি। আমি জায়গাটা লক্ষ্য করে শট নিই, আর বলটা ঠিক সেখানেই গেল।’
এই জয়ে গ্রুপ ‘এ’-তে ভালো অবস্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি, যারা প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে ড্র করেছিল। তাদের পরের ম্যাচ হবে ব্রাজিলের অন্যতম শক্তিশালী ক্লাব পালমেইরাসের বিপক্ষে, যেখানে জয় মানেই দ্বিতীয় রাউন্ড।