সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বিএনপির রোডমার্চ ও ঘেরাও কর্মসূচি স্থগিত

স্টাফ রিপোর্টার ::

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বিএনপির ১৮ জুনের পূর্বঘোষিত রোডমার্চ ও এলজিইডি ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিগত ১৫ বছরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ১১২টি মামলা দায়ের হওয়ায় জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবিতে তারা কার্যকরভাবে আন্দোলন করতে পারেননি। তবে ৫ আগস্টের পর থেকে সড়ক সংস্কার ও নদীভাঙন প্রতিরোধসহ নানা দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্থানীয় বিএনপি।

তিনি বলেন, এসব দাবির মধ্যে রয়েছে—জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত মেরামত ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। এসব দাবির প্রেক্ষিতে ২৭ এপ্রিল সংবাদ সম্মেলন, ৬ মে সিলেটের কোর্ট পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মামুনুর রশীদ জানান, আন্দোলনের ধারাবাহিকতায় ১৮ জুন রোডমার্চ করে এলজিইডি ভবন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কিছু দৃশ্যমান উদ্যোগ ও সময় চাওয়ার কারণে ওই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড জকিগঞ্জে নদীভাঙন রোধে বাঁধ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছে এবং এলজিইডি কর্তৃপক্ষ অর্থসংকটের কথা জানিয়ে সময় চেয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সড়ক মেরামতে আলাদা একটি প্রকল্পের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এছাড়া, কানাইঘাটের ১ নম্বর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুরমা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক, আব্দুন নূর ও সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ প্রমুখ।

সংবাদ সম্মেলনের শেষ দিকে মামুনুর রশীদ জকিগঞ্জ-কানাইঘাটবাসীর ন্যায্য দাবি আদায়ে সিলেটের গণমাধ্যমকর্মীদের ভবিষ্যতেও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: