cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কায় সিলেটে ছিল উদ্বেগ-উৎকণ্ঠা। দীর্ঘ দুই সপ্তাহ তেমন কোনো প্রভাব দেখা না গেলেও রোববার (১৫ জুন ২০২৫) সিলেটে দুইজন রোগী নতুন করোনা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
আক্রান্ত দুইজনকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা এবং অন্যজন সিলেট মহানগরের। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন ৮০ বছর বয়সী ডায়াবেটিস আক্রান্ত পুরুষ, যিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা গুরুতর। অন্যজন একজন নারী, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য পরিচালক বলেন, “বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলা এবং মাস্ক পরিধান করা অত্যন্ত জরুরি। সচেতনতাই পারে আমাদের সুরক্ষা নিশ্চিত করতে।”
উল্লেখ্য, ২০২০ সালের ৫ এপ্রিল সিলেটে প্রথমবারের মতো একজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেই থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন ভ্যারিয়েন্টের এই সংক্রমণ আবারও সিলেটের স্বাস্থ্যখাতে সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।