সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিকৃবিতে অফিস রুলস এন্ড ম্যানেজম্যান্ট শীর্ষক প্রশিক্ষণ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, অফিস ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের গুণগত মান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি প্রশাসনিক দক্ষতা উন্নয়নে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

মঙ্গলবার সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘অফিস রুলস এন্ড ম্যানেজম্যান্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাৎস্যচাষ বিভাগের প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

প্রশিক্ষণ কর্মসূচিতে অফিস রুলস এন্ড ম্যানেজম্যান্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বকুল চন্দ্র রায় এবং সিকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৭০ জনের অধিক কর্মচারী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা অফিস ব্যবস্থাপনা সম্পর্কে তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যতে তাদের কাজে এটি উপকারে আসবে। কর্মশালা শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: