সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জাফলংয়ে সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে পাথর শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ::

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে সরকারের অন্তর্বর্তী দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন পাথর ও বালু শ্রমিকরা। শনিবার (১৪ জুন) দুপুর সোয়া ১২টার দিকে জাফলং ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) পরিদর্শন শেষে ফেরার সময় জাফলং বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা সরকারের পাথর উত্তোলন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এসময় সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যদের হস্তক্ষেপ করতে দেখা যায়।

ঘটনার বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, “হঠাৎ করেই স্থানীয় কিছু লোকজন উপদেষ্টাদের গাড়ি আটকে দেন। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সরিয়ে দিয়ে সড়ক পরিষ্কার করে। পরে উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউসে পৌঁছান।”

জানা যায়, সিলেট অঞ্চলের সকল পাথর কোয়ারি স্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে এই বিক্ষোভ করেন শ্রমিকরা। এর আগে জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সিলেটে নান্দনিক ও নৈসর্গিক আবেদন রয়েছে এমন এলাকাগুলো থেকে আর পাথর উত্তোলনের অনুমতি দেওয়া হবে না। জাফলংকে একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে পাথর শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

তিনি আরও জানান, জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এই কাজে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে জাফলংয়ের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।”

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। সংশ্লিষ্ট মহলের মতে, শ্রমিকদের আন্দোলন সরকারের নতুন পরিবেশনীতি বাস্তবায়নের পথে এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: