cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি গ্রামে চুরির সময় গৃহস্থের দায়ের কোপে সাইমুম হাসান রনি (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে সাহাব উদ্দিনের বাড়ির উঠোন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত রনি সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গুদারগাঁও গ্রামের মৃত সমুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে পূর্ব মাইজবাড়ি গ্রামের ইকবাল হোসেনের বসতঘরে চুরি করতে ঢেউটিনের বেড়া কেটে প্রবেশের চেষ্টা করেন রনি। এ সময় শব্দ পেয়ে ঘুম ভেঙে গেলে ঘরের মালিক ইকবাল হোসেন দেখতে পান কেউ সিঁদ কেটে ঘরে ঢুকতে চাচ্ছে। একপর্যায়ে রনি তার বাম হাত ঘরের ভেতরে প্রবেশ করালে ইকবাল হোসেন ধারালো দা দিয়ে সেই হাতে কোপ দেন। আহত অবস্থায় পালিয়ে যাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে রনি সাহাব উদ্দিনের বাড়ির উঠোনে গিয়ে মারা যান।
শনিবার সকালে স্থানীয়রা বাড়ির উঠোনে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাটি রাতের শেষ প্রহরে ঘটে। প্রাথমিকভাবে মনে হয়েছে, চুরির সময় গৃহস্থের প্রতিরোধে দায়ের কোপে আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে, যার ফলে গৃহস্থরা নিজেরাই আত্মরক্ষায় প্রস্তুত থাকেন। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।