সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ১৬ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

তরুণ উদ্যোক্তারা দেশের অর্থনীতির চালিকাশক্তি হয়ে
উঠতে পারে : অতিরিক্ত সচিব মো. ওয়ালিদ হোসাইন

স্টাফ রিপোর্টার ::

বাংলাদেশে উদ্যোক্তা তৈরিতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এসআইসিআইপি প্রকল্পের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসাইন। তিনি বলেন, “তরুণরা উদ্যোক্তা হতে এগিয়ে এলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমাদের সব উদ্যোগ সফলতা পাবে।”

সোমবার সকালে সিলেট নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর আওতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উদ্যোক্তাদের নতুনত্ব নিয়ে আসতে হবে। কারণ, আমাদের বিশাল জনগোষ্ঠীর সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর ও এসআইসিআইপি প্রজেক্টের প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি ও ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মো. মাহফুজুল আলম খান, পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসান, অর্থ বিভাগের ডেপুটি সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা আক্তার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও পূবালী ব্যাংক দরগাহ গেইট শাখার সহকারী মহাব্যবস্থাপক মাকসুদা বেগম এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর মো. মঞ্জুর হাসান।

পূবালী ব্যাংকের সিলেট শাখার প্রিন্সিপাল অফিসার ডালিয়া আক্তারের সঞ্চালনায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, পশ্চিমাঞ্চল প্রধান মোহাম্মদ মোশাহিদুল্লাহ, সহকারী মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, উজ্জ্বল হালদার, ব্যবস্থাপক মো. মহিদুল ইসলাম, ছহুল আবিদ চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: