সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চীনা বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায়, দ্বিপাক্ষিক বিনিয়োগ আলোচনা জোরদার

ডেইলি সিলেট ডেস্ক:

আজ শনিবার ঢাকায় পৌঁছেছে চীনের একটি ২০০ সদস্যের বিশাল ব্যবসায়ী প্রতিনিধি দল। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে আসা এ প্রতিনিধিদলের সফর ঘিরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, আজ বিকেলেই বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন। এছাড়া আগামীকাল রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত একটি সেমিনারে অংশ নেবেন তারা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

চীনা প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার পাশাপাশি জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে অংশ নেবে। সফরকালে তারা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও পৃথক বৈঠক করবেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, সফরের সময় দুই দেশ যৌথভাবে একটি ‘বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান’ আয়োজন করবে, যেখানে অংশ নেবেন উভয় দেশের শতাধিক উদ্যোক্তা।

বিডার তথ্য অনুযায়ী, একদিনব্যাপী ‘চীন–বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’-এ অংশ নিচ্ছেন চীনের ১০০টির বেশি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী। এদের মধ্যে রয়েছেন ফরচুন ৫০০ তালিকাভুক্ত ৬–৭টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এবং চারটি চীনা চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা।

বাংলাদেশে এই প্রথম এত বড় পরিসরে চীনা বিনিয়োগকারীরা একযোগে সফরে এসেছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ইউনূসের চীন সফর ও এপ্রিলের বিনিয়োগ সম্মেলনের পরিপ্রেক্ষিতে এই আয়োজনকে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রতিফলন হিসেবে। বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশের অর্থনীতিতে চীনা বিনিয়োগের একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: