cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্পোর্টস ডেস্ক ::
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এনএসসি সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ) (৪) অনুচ্ছেদ অনুযায়ী, আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক ও সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটি নতুন অধ্যায় শুরু হলো।
এর আগে বৃহস্পতিবার রাতে বিসিবির পরিচালক পদ থেকে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে এনএসসি, ফলে পদটি শূন্য হয়। আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়ে সেই শূন্যস্থান পূরণ করা হলো।
১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন বুলবুল। একই সঙ্গে দেশের ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরির মালিকও তিনি। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই তিনি ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ের উচ্চতর প্রশিক্ষণ নিতে অস্ট্রেলিয়ায় যান বুলবুল। সেখানে তিনি নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে কোচ হিসেবে কাজ করেন। দেশে ফিরে আবাহনী লিমিটেডকে কোচিং করিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জেতান। তিনি আইসিসির গ্লোবাল ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ক্রিকেট এখন একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। নেতৃত্ব, টিম কম্বিনেশন, অব্যাহত কোচিং স্টাফ পরিবর্তনসহ নানা ইস্যুতে সমালোচনার মধ্যে আছে বিসিবি। এমন সময়ে সাবেক এক ক্রিকেটার, যিনি খেলোয়াড়ি জীবন ও প্রশাসনিক দক্ষতা দুই ক্ষেত্রেই সমান পারদর্শী, তাকে বোর্ডের সর্বোচ্চ পদে বসানো অনেক ক্রিকেট বিশ্লেষক ও ভক্তদের মনে আশার সঞ্চার করেছে।
বিশ্লেষকরা বলছেন, বুলবুলের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দূরদর্শিতা বাংলাদেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। খেলোয়াড়দের বিকাশ, ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানে একটি প্রতিযোগিতামূলক দল গঠনে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করছেন।