সর্বশেষ আপডেট : ৩২ মিনিট ১০ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ইংল্যান্ডের দাপুটে জয়, ওয়ানডে ইতিহাসে গড়ল একাধিক রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

টানা সাত ম্যাচ হারার পর ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেই দারুণ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এজবাস্টনে তারা জয় পেয়েছে বিশাল ২৩৮ রানের ব্যবধানে। একই সঙ্গে ম্যাচটি রেকর্ডে ঠাসা এক স্মরণীয় দিনে পরিণত হয়েছে।

সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকের এটি ছিল পূর্ণকালীন অভিষেক। প্রথম ম্যাচেই দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন তিনি—এক ম্যাচে পাঁচটি ক্যাচ নিয়েছেন, যা ওয়ানডে ক্রিকেটে আউটফিল্ড ফিল্ডার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে এককভাবে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের নামে, ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড সংগ্রহ করে ৮ উইকেটে ৪০০ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১৬২ রানে। রানের ব্যবধানে এটি ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়াকে ২৪২ রানে হারিয়েছিল তারা।

মজার বিষয় হলো—ইংল্যান্ডের ৪০০ রানে কোনো ব্যাটারই সেঞ্চুরি করেননি। সাতজন ব্যাটার করেছেন ৩০ রানের বেশি, চারজন পেয়েছেন ফিফটি। সর্বোচ্চ ৮২ রান আসে জ্যাকব বেথেলের ব্যাট থেকে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে (মোট ৪৮৮০ ম্যাচ) এটিই প্রথম ঘটনা যেখানে শতক ছাড়াই কোনো দল ৪০০ বা তার বেশি রান তুলল।

এ নিয়ে ওয়ানডেতে ২৮ বার ৪০০ বা তার বেশি রান হলো। এর মধ্যে ইংল্যান্ডই করেছে ছয়বার।

এই দাপুটে জয়ে ইংল্যান্ড বুঝিয়ে দিল, তারা আবার ঘুরে দাঁড়ানোর মুডে আছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: