সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জুড়ীর ফুলতলায় খাসিয়া জনগোষ্ঠীর ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে অবস্থিত এলবিনটিলা খাসিয়া পুঞ্জির যুব সংঘের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়া জনগোষ্ঠীর খেলোয়াড়দের অংশগ্রহণে ‘প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর মেগা ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলা দেখতে বৃষ্টি উপেক্ষা করে খাসিয়া সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষের ভিড় জমে খেলার মাঠে। পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

উক্ত টুর্নামেন্টে জেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে ২৪টি ফুটবল দল অংশগ্রহণ করে। বুধবার (২৮ মে) বিকেলে এলবিনটিলা খাসিয়া পুঞ্জির খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুরইছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল দল কালেঞ্জি খাসিয়া পুঞ্জির ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ৩য় স্থান অধিকার করে এলবিনটিলা খাসিয়া পুঞ্জি।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা, রানারআপ দলকে ৪০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এলবিনটিলা খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) এন্টনি পাটুয়াট, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওয়ানমন লংডঃ, ঝিমাই খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) রানা সুরং, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাইকেল নংরুম, খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সাবেক সাধারণ সম্পাদক রাজু রুপসী, এলবিনটিলা পুঞ্জি খাসি ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি জনি পঃডুয়েং, সাবেক সভাপতি মার্কো লামিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আমরুশ সাংমা, মাথিয়াস পঃডুয়েং, মাইকেল পঃতাম, জয় বোনার্জী, ব্রিং তালাং, সাজেন মুখীম, ওয়েলিং রুপসীসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: