সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

নবীগঞ্জ প্রতিনিধি ::

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”—এই প্রতিপাদ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আসাদুজ্জামান অনুজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, পুষ্টিহীনতা দূর করতে হলে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে গর্ভবতী মা, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, দুধ, মাছ ও ডিম খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “জাতীয় পুষ্টি সপ্তাহ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও মেধাবী করে গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিবার, বিদ্যালয় ও সমাজে পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে।”

তিনি আরও জানান, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে— পুষ্টি বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ, স্কুলে পুষ্টি ক্লাস, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য বিশেষ পরামর্শসভা এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে তথ্য প্রদর্শনী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: