সর্বশেষ আপডেট : ৯ মিনিট ৯ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটের উন্নয়নে দ্রুত রেললাইন, সড়ক ও বিমানবন্দর নির্মাণের দাবি

স্টাফ রিপোর্টার ::

সিলেট-আখাউড়া ডাবল রেললাইন, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণসহ বিদেশি এয়ারলাইন্সের ওঠানামার অনুমতির দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৪ মে) দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও সমাজসেবক খলকু কামালের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নুর এবং সঞ্চালনা করেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মুফতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেট।

সভায় বক্তারা বলেন, সিলেটের উন্নয়ন প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে, যা হতাশাজনক। অতীতে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী যেভাবে সিলেটের উন্নয়নে ভূমিকা রেখেছিলেন, বর্তমানে তেমন কেউ নেই। অবিলম্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চালু করা এবং সিলেট বিভাগ থেকে চারজন উপদেষ্টা নিয়োগের দাবি জানান তারা।

কমিউনিটি নেতা খলকু কামাল বলেন, “সিলেটের প্রায় ৪০ লাখ প্রবাসী প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠান। অথচ বিদেশি কোনো এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওঠানামা করে না, যা দুঃখজনক।” তিনি দ্রুত ডাবল রেললাইন, ছয় লেন সড়ক ও পূর্ণাঙ্গ বিমানবন্দর বাস্তবায়নের মাধ্যমে প্রবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরুল আহমদ চৌধুরী, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমান, সাংবাদিক আফতাব চৌধুরী, গণদাবি ফোরামের চৌধুরী আতাউর রহমান আজাদ, অধ্যাপক শফিকুর রহমান, খালেদ আহমদ, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, ফ্রেইট ফরওয়ার্ড এসোসিয়েশনের চেয়ারম্যান হিজকিল গুলজার, মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েস খছরু এবং সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ।

বক্তারা সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সিলেটের উন্নয়নে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: