সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

তৃতীয়বারের মতো মৌসুম সেরা ফুটবলারের খেতাব জিতলেন সালাহ

ডেইলি সিলেট ডেস্ক ::

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ চলতি মৌসুমে নিজ আলোয় উদ্ভাসিত হয়ে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন নিজ ক্লাবকে। তারই স্বীকৃতিস্বরূপ সালাহ জিতেছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের মৌসুম সেরা ফুটবলারের পুরস্কার। এই নিয়ে তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের মৌসুম সেরা খেলোয়াড় হলেন সালাহ। আগেও তিনি এই খেতাব জিতেছিলেন ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমে।

বৃহস্পতিবার (২২ মে) আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করে সংস্থাটি। পুরুষদের বিভাগে সালাহ এবং নারীদের বিভাগে মৌসুম সেরা নির্বাচিত হয়েছেন আর্সেনালের প্রতিভাবান স্ট্রাইকার অ্যালেসিয়া রুসো।

চলতি মৌসুমে সালাহ লিভারপুলের জার্সিতে ছিলেন দুর্দান্ত ফর্মে। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৩টি গোল এবং ২৩টি অ্যাসিস্ট, যা দলকে প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করে। বিশেষ করে লিগে সর্বোচ্চ ২৮ গোল ও ১৮ অ্যাসিস্ট করে তিনি নিজের পারফরম্যান্সের শীর্ষে ছিলেন।

লন্ডনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সালাহর হাতে পুরস্কার তুলে দেন লিভারপুল কিংবদন্তি ইয়ান রুশ। এই সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সালাহ বলেন,‘এটা আমার জন্য দারুণ এক সম্মান। এই পুরস্কার পাওয়া সবসময়ই বিশেষ কিছু, আর যখন সেটা সাংবাদিকদের কাছ থেকে আসে, তখন তা আরও বেশি গর্বের। প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে এত বড় ব্যবধান থাকাটা সত্যিই অসাধারণ অনুভূতি।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: